ঈদকে ঘিরে মশলার বাজার চড়া, পেঁয়াজে স্বস্তি

ঈদকে সামনে রেখে সারাদেশের মতো চট্টগ্রামেও মশলা জাতীয় জিনিসের চাহিদা বেড়েছে। চাহিদার সাথে বেড়েছে এসব পণ্যের দামও। তবে স্বস্তি পেঁয়াজের বাজারে। গেলো দুই সপ্তাহ আগে যেখানে পেঁয়াজের কেজি ছিলো ৯০-১০০ টাকা এখন সেই পেঁয়াজের দর ৩৫-৪০ টাকা। কিছু কিছু ক্ষেত্রে ৩০ টাকার নিচেও বিক্রি হচ্ছে পেঁয়াজ। মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানির পর কমেছে দাম।

শুক্রবার (২৩ জুন) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের থেকে কিছুটা চড়া দামে বিক্রি হচ্ছে মশলা। কম বেশি সব মশলায় দাম বেড়েছে। নগরীর খাতুনগঞ্জে মরিচের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, দারুচিনি ১২০ টাকা বেড়ে ৩৫০ টাকা ও চায়না আদা ১০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এক মাস আগেই জিরার দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৬০ টাকা এবং লবঙ্গের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। দারুচিনি, তেজপাতা ও ধনিয়ার দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বাজারে এখন এলাচ কেজি প্রতি ২৫শ থেকে ২৮শ, জিরা কেজি প্রতি সাড়ে ৯শ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে পাইকারি বাজারের থেকে খুচরা পর্যায়ের দোকানগুলোতে আরও বেশি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। খুচরা বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে সব কিছুর দাম বাড়তি। মশলার বাজারও আগের থেকে একটু চড়া।

নগরীর দুই নম্বর গেইট এলাকার খুচরা দোকানি মুসলিম উদ্দীন বলেন, পাইকার দাম বাড়ালে আমাদেরও দাম বাড়াতে হয়। তবুও আমরা চাই ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে। ঈদে মশলার একটু দাম বেড়েছে।

এদিকে বছরজুড়ে বিভিন্ন সময় পেঁয়াজের দাম বুকে কাঁপন ধরিয়েছে সাধারণ মানুষের। তবে ঈদে সেই পেঁয়াজের দাম আগের থেকে অনেকটা কম। শুক্রবার নগরীর বহদ্দারহাট বাজারে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যার দাম আগে ছিলো ৮০-১০০ টাকা।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, শুক্রবার খাতুনগঞ্জে পাইকারিতে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি মানভেদে বিক্রি হচ্ছে ২৮ টাকা থেকে ৩২ টাকা পর্যন্ত। কিছু পেঁয়াজ ২০ টাকা থেকে ২৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ভাড়া বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম এর থেকে আর কমানো যাচ্ছে না।

এদিকে ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে মশলার দাম বেড়ে যাওয়া হতাশজনক। মশলাসহ পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রশাসনের অভিযান পরিচালনা করা উচিত।

মন্তব্য নেওয়া বন্ধ।