আসন্ন ঈদুল ফিতরে সম্ভাব্য নয় দিনের ছুটি নিয়ে চিন্তিত খোদ চট্টগ্রাম নগর পুলিশ। তাই নগরীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি বাসা খালি করে বা পুরো বিল্ডিং খালি করে কোথাও যেতে নিরুৎসাহিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ঈদে নগরীর নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে নগরবাসীকে সতর্ক করে কিছু নির্দেশনা পালনের আহ্বান জানানো হয়।
টাকা পরিবহনের পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দিয়ে তিনি বলেন, বড় ধরনের টাকা লেনদেন করলে নগরবাসী পুলিশের সহযোগিতা নিতে পারেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ব্যাংক- মার্কেটেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ঈদে পোশাক কর্মীদের বেতন-বোনাস নিয়ে বিজিএমইএ কাজ করছে। বিজিএমইএ’র পক্ষ থেকে কোন ঝামেলা হবে না মর্মে আশ্বাস দেওয়া হয়েছে।
বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাসা-বাড়ি খালি করে নয় দিনের জন্য নগর ছাড়ার বিষয়টি অ্যালার্মিং। কাউকে না কাউকে বাসায় রেখে বেড়াতে যাবেন। বাড়ির চারপাশ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। বাড়িতে সিসি ক্যামেরা রাখতে হবে। এতে কেউ অপরাধে জড়ালেও আমরা তাকে আইনের আওতায় আনা সহজ হবে।
এসময় সিএমপির অতিরিক্ত কমিশনারগন উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।