ঈদ বিক্রয় উৎসব: মোটরসাইকেল পেলেন মেরিন একাডেমির যুবক

চট্টগ্রামের আনোয়ারার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের ওয়ান মাবিয়া সেন্টারের ঈদ বিক্রয় উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে শপিংমলে দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ বিক্রয় উৎসবের র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফখরুল উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলী সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, সিটি সেন্টারের স্বত্বাধিকারী জাকির আহমদ, মিজানুর রহমান খান, আজম খান, ব্যবসায়ী আবু তাহের, সেলিম খান, মোহাম্মদ খালেদ, ইউসুফ মাস্টারসহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দরা।

র‌্যাফেল ড্র প্রথম পুরস্কার মোটর সাইকেল পেয়েছেন মেরিন একাডেমির ঠিকাদার মোহাম্মদ সাঈদ, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছেন চতুর্থ শ্রেণীর ছাত্র নাজিবুর রহমান আনাফ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি পেয়েছেন চাতরীর ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, চতুর্থ পুরস্কার বাই সাইকেল পেয়েছেন কর্ণফুলীর বড়উঠানের মোহাম্মদ ফরিদ। এছাড়াও মোবাইল, পেসার কুকার, সিলিং ফ্যান, রাইস কুকার, ইলেক্ট্রনিক কেটলি, আইরন, চার্জ লাইট, ঘড়িসহ ২১টি আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রথম পুরস্কার জয়ী মোহাম্মদ সাঈদ বলেন, শুক্রবার বন্ধের দিনে বাড়িতে স্ত্রী-সন্তানদের সময় দিচ্ছিলাম। বিকেলে অপরিচিত নাম্বার থেকে ফোন পেয়ে ভাবছি পরিচিত কেউ মজা করছেন। বিশ্বাস হচ্ছিলো না। কারণ কয়েক বছর আগেও কাফকো সেন্টারে ঈদের শপিং করে প্রথম পুরস্কার মোটরসাইকেলটা আমি পেয়েছিলাম। এবারও সেটায় হলো-প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়ে খুবই আনন্দিত। তাই পরিবারের সকলকে নিয়ে চলে আসলাম পুরস্কার নেয়ার জন্য। ধন্যবাদ ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সকল ব্যবসায়ীদের।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী সোহেল বলেন, সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে ঈদ বিক্রয় উৎসবের র‌্যাফেল ড্র। জয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার গুলো।

মন্তব্য নেওয়া বন্ধ।