উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার দুই সদস্য আটক

0

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় র‌্যাব ও ৮ এপিবিএন’র যৌথ অভিযান চালিয়ে আরসার এ দুই জনকে আটক করে।

আটককৃতরা হলো— উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উখিয়া থানাধীন ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় র‌্যাব ও ৮ এপিবিএন এর যৌথ অভিযান চালিয়ে আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মো. সালাম চৌধুরী।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm