উখিয়ায় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন)। সোমবার (২১ মার্চ) ভোরে উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৬ এর ডি ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মো. ইলিয়াছ (৩৫), ই/৩ ব্লকের সৈয়দ আহম্মদ (৩৮) ও বি/১ ব্লকের সানাউল্লাহ (৪৮)।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে শফিউল্লাহ কাটা ক্যাম্পের এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৬ এর ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১৮-২০ জন ডাকাত পালানোর সময় ধাওয়া দেওয়া হয়। পরে সাতটি রামদাসহ চার রোহিঙ্গা যুুবককে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।

তিনি বলেন, তাদের মধ্যে ২জন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।