উচ্চশিক্ষায় ডব্লিউইউএসটি নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

বিদেশে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বিষয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে এগিয়ে আসছেন শিক্ষার্থীরা।

শনিবার (১১ মার্চ) চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পাস শিক্ষার্থী সংবর্ধনা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া গত ১ মার্চ থেকে শুরু হয় হায়ার স্টাডি এক্সপো। যেখানে ডব্লিউইউএসটির ১৩ নং বুথে দেখা গেছে শিক্ষার্থীদের ভিড়।

যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটিতে ভর্তি হতে আগ্রহী নাজিয়া সুলতানা বলেন, আমি কিছুদিন হয়েছে ডব্লিউইউএসটি সম্পর্কে জেনেছি। আজকে এখানে এসে তাদের বুথ দেখতে পেয়ে বিস্তারিত জানলাম। তাদের সবকিছুই ভালো লেগেছে, আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমার উচ্চশিক্ষার পথ সুগম হবে।

মারুফ চৌধুরী নামে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলেন, আমি বুথে এসে ডব্লিউইউএসটি সম্পর্কে যাবতীয় বিষয় জেনেছি। পাঠ্যবইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির যে কারিগরি শিক্ষার পদ্ধতি তা আমার বেশ ভালো লেগেছে। আর যতটুকু বুঝতে পেরেছি ডব্লিউইউএসটি থেকে বের হয় কারও বেকার থাকতে হয় না। যা একটা দারুন বিষয়। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের সাথে সহজে মানিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির এডুকেশন কনসালটেন্ট মাছুমা ভূঁইয়া ফারহা বলেন, আমি সত্যি অবাক হচ্ছি এত এত শিক্ষার্থীর রেসপন্স পেয়ে। অনেকেই আগ থেকেই ডব্লিউইউএসটি সস্পর্কে জানতেন। আবার অনেকে নতুন করে জানছেন। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের সুযোগ সুবিধা তুলে ধরছি, তারাও আগ্রহী হচ্ছেন। আশা করছি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা ডব্লিউইউএসটিকে বেছে নিবেন।

উচ্চশিক্ষায় ডব্লিউইউএসটি নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের 1

ডব্লিউইউএসটি হলো দেশের বাইরে কোনো বাংলোদেশির পূর্ণাঙ্গ মালিকানায় প্রথম বিশ্ববিদ্যালয়। এটির মালিক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) বিদেশে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহের স্থান দখল করে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির কর্মমুখী শিক্ষাই মূলত শিক্ষার্থীদের আকর্ষণ করছে। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। শুধু উচ্চশিক্ষা নয় বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি ছাত্রদের চাকরির ব্যবস্থাও করেছে। ১২১টি দেশের প্রায় এক হাজার শিক্ষার্থী এখন আইসিটি এবং সাইবার সিকিউরিটিসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করছেন ডব্লিউইউএসটিতে যেখানে বাংলাদেশি শিক্ষার্থীর রয়েছে পাঁচ শতাধিক।

উচ্চশিক্ষায় ডব্লিউইউএসটি নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের 2

গত ১৭ বছরে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ সাত হাজার বাংলাদেশির উচ্চ শিক্ষার পাশাপাশি দক্ষতা বিকাশে সহায়তা করেছেন এবং আমেরিকান সংস্থাগুলিতে চাকরি পেতে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন। একসময় যারা বছরে আয় করতো কেবল ৪০ হাজার ডলার এখন তারা বছরে গড়ে আয় করছেন লাখ ডলার কিংবা তারও বেশী। ডব্লিউইউএসটি থেকে উচ্চশিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরই শিক্ষার্থীরা তাদের মাসিক আয় দ্বিগুণ করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি ডব্লিউইউএসিটি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টেট সিনেট অ্যাসেম্বলিতে। সেখানে বিশ্ববিদ্যালেয়টির এগিয়ে চলার প্রশংসা করা হয়। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে প্রথম দিকের পছন্দের তালিকায় উঠে এসেছে ডব্লিউইউএসটি।

মন্তব্য নেওয়া বন্ধ।