উত্তর গুয়াপঞ্চকে গনি মাস্টার বাড়ি সড়ক সংস্কার কাজের উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গনি মাস্টার বাড়ি পুরাতন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন আনোয়ারার জামায়াতে ইসলামীর আমির মাস্টার আবদুল গনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, জামায়েত নেতা নাসির উদ্দীন শাহ্, বিএনপির নেতা মো. জসিম উদ্দিন, যুবদল নেতা মো. নাঈম উদ্দিন, জয়নাল আবেদীন প্রমুখ।

আনোয়ারার জামায়াতে ইসলামীর আমির মাস্টার আবদুল গনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার বা উন্নয়নে কেউ উদ্যোগ নেয়নি। বর্ষার সময়ে পায়ে হাঁটাও দায় ছিল। উন্নয়ন কাজ শেষ হলে সকলে এ সুফল ভোগ করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।