বাংলাদেশ আওয়ামী যুবলীগ উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। প্রায় ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। হাটহাজারী পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
রবিবার (২৯ মে) সকালে হাটহাজারী উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন শুরু হয়। এর আগে চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সম্মেলন স্থলে উপস্থিত হতে শুরু করে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থলে পৌঁছালে উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
সম্মেলন স্থলের নিরাপত্তা রক্ষায় বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা।
এছাড়াও বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাথে দেওয়া হয়েছে ২০০জন কাডধারী স্বেচ্ছাসেবকও।
যুবলীগের এই সম্মেলনকে বিভিন্ন পদ প্রত্যাশী ও নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তার ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে ভরে গেছে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট।
দ্বিতীয় অধিবেশনে নির্ধারিত কাউন্সিলরদের নিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ বসবেন।
প্রসঙ্গত, ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।