বিশিষ্ট আইনজীবী ও হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শামশুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে পুরাতন বিমান অফিস মসজিদ সংলগ্ন মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং বা’দ জুম্মা দুপুর ২টায় নিজ গ্রাম উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজে অনুষ্ঠিত হয়।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার সমাজকর্মী, রাজনীতিবীদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।
মন্তব্য নেওয়া বন্ধ।