উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার (১৫ আগস্ট) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক রহমত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরখান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল ইসলাম, সমাজসেবক শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন সৌরভ, জিয়াউর রহমান, প্রাক্তন ছাত্র এম এ মনছুর প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা নুরখান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী৷ তাঁর চেতনা ছিলো অবিনশ্বর।বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলো না৷ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ প্রবহমান থাকবে চিরকাল।

এর আগে খতমে কোরান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুস সবুর।

মন্তব্য নেওয়া বন্ধ।