চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৯ জুন) বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরখানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মরহুম হাফেজ আহমেদের কন্যা অধ্যাপক রোকেয়া বেগম।
বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল আলম চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেদুল আলম,আবুল মঞ্জুর ও নাছিমা বেগম।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, সিনিয়র শিক্ষক লিয়াকত আলী বিশ্বাস,আমিনুল ইসলাম ও রহমত উল্লাহ এবং শিক্ষার্থীদের পক্ষে মো. মনছুর,সরিয়া আনিকা ও উম্মে আসমা।
আলোচনা সভা শেষে হাফেজ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুল ছবুর।
মন্তব্য নেওয়া বন্ধ।