উন্নয়নের রাজনীতি ঐক্যের, প্রতিহিংসার নয় বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেন না। তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর রূপান্তরকারী ও দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়। আনোয়ারা নিজ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উন্নয়নের ছোঁয়া আনোয়ারায়ও প্রসারিত হবে। চলমান উন্নয়ন প্রকল্পের তদারকির দায়িত্ব জনপ্রতিনিধিগণের পাশাপাশি জনগণেরও। সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন সম্ভব।
শনিবার (২৩ মার্চ) রাতে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে বারশত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত ইফতার মাহফিল ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।
ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী, ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।
অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরও নিকটে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর কন্যা আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমে কিভাবে জনগণের কাছে আসা যায়। অন্ধকার বাংলাদেশ থেকে সমৃদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।