চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মো.মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আ.জ.ম.নাছির উদ্দীন।
রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টায় সময় দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সোসাইটি কমিউনিটি হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক ও দি চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডষ্ট্রিজ লিমিটেডের সাবেক পারিচালক আলমগীর পারভেজ। মতবিনিময় সভা পরিচালনা করেন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের কোষাধ্যক্ষ ও মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.পেয়ারুল ইসলাম ও চট্টগ্রাম ১০আসনের সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল আলম ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী (সাকিব)। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সদস্য মোঃ রাশেদুল আমিন ও মোরশেদ আহমেদ (মঞ্জু), নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন আহামদ ও নুর মোহাম্মদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিউল ইসলাম, মোঃ মাহমুদুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, মোঃ খালেদ বাবলু ও মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম.নাছির উদ্দীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার এবং উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার পথে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিযে জয়যুক্ত করার আহ্বান জানান।
চট্টগ্রাম ১০ আসনের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে এলাকাবাসীর আশা পূরণে সচেষ্ট থাকবো এবং পর্যবেক্ষণের আলোকে সেবা প্রদানসহ আর্থসামাজিক উন্নয়নে অগ্রাধিকার দেব।
মন্তব্য নেওয়া বন্ধ।