চট্টগ্রামের মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের প্রচারণায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর নেত্বেতে হাজারো নেতাকর্মী ৫০০ মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা ও শোভাযাত্রা করেছেন।
শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট থেকে বারইয়ারহাটে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা এনায়েত হোসেন নয়নের কাপ-পিরিচ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণকে অনুরোধ করেন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচ সমর্থনে উপজেলা যুবলীগ আগামী ৮ মে দিনভর মাঠে থাকবে। এনায়েত হোসেন নয়নকে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবে নেতাকর্মীরা ।
মন্তব্য নেওয়া বন্ধ।