উপজেলা নির্বাচন—কর্ণফুলীতে প্রতীক পেলেন প্রার্থীরা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (আনারস), ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ (চশমা), যুবলীগ নেতা মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা), সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আক্তার নয়ন (কলস) ডা. ফারহানা মমতাজ (ফুটবল), রানু আকতার (বৈদ্যুতিক পাখা) ও বানাজা বেগম (হাঁস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে এ উপজেলায় দ্বিতীয় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ ইউনিয়নে ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ৪২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।