ঊর্ধ্বমুখী মুরগির বাজার, সবজির দামও বাড়তি

ঠিক যেন নিয়ম করে বেড়ে চলছে পণ্যের দাম। মাছ-মুরগি-ডিম কিংবা সবজি কোন কিছুই যেন পাতে তোলা যাচ্ছে না। রাজনৈতিক পটপরিবর্তন-বন্যা সব কিছু এক হয়ে যেন চড়ে বসেছে পণ্যের দামে। আর এতে বরাবরের মতো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যভিত্ত এবং স্বল্প আয়ের মানুষজন।

বুধবার( ৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘু দেখা গেছে, ইলিশের দাম কিছুটা কমলেও এখনও তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এছাড়া দাম বেড়েছে মুরগি এবং সবজিরে।

বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া। তবে কিছুটা কমেছে ইলিশের দাম। কেজিতে ১৫০ টাকা কমে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০-১৭০০ টাকায়। তবে বেড়েছে মুরগির দাম। কেজিতে ৫-১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকায়।

এদিকে সবজির বাজারেও নেই স্বস্তির খবর। কেজিতে ১০ টাকা বেড়েছে বেগুনের দাম। গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৩০ ও লম্বা বেগুন ৮০-৯০ টাকায়। এছাড়া করলা ৬০, পটল ৫০ ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।
এদিকে বাজারে বেড়েছে বিদেশি পেঁয়াজের সরবরাহ। দামও দেশি পেঁয়াজের তুলনায় কম। এদিন পাইকারিতে পাকিস্তানি পেঁয়াজ ৯০-৯২ ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকা কেজিতে।

ক্রেতারা বলছেন, দেশে অনেক কিছু পরিবর্তন হলেও পণ্যের দাম কমছে না। এতে দৈনন্দিন জীবযাপন করা দুর্বিষহ হয়ে পড়েছে বলে জানান তারা। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব দ্রব্যের দাম কমানোর দিকে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।