একাত্তর বছরে থামলেন ৭১’র বীর সেনা মোহাম্মদ শাহজাহান

৭১ বছর বয়সে থেমে গেলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় রাত সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় নিউইয়র্কের কনি আইল্যান্ড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের পিতা এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ মিলাদের শ্বশুর।
যুক্তরাষ্ট্রের হাসপাতালের যাবতীয় কার্যক্রম শেষে বাংলাদেশের উদ্দেশ্যে তাঁর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রওনা হবে জানিয়েছে মরহুমের সন্তান সাংবাদিক সারোয়ার সুমন।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ১৯৬৯ সালে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিকুলেশন পাশ করেন এবং সরকারি হাজী এবি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রী পাস করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন এরপর দেশ স্বাধীন হলে তিনি নিজ গ্রামের বাড়ী সন্দ্বীপের সাবেক পুরাতন টাউনে ব্যবসা শুরু করেন। সন্দ্বীপের রহমতপুরে হীরা কাজী বাড়ির সন্তান শাহজাহান মৃত্যুকালে ৪ কন্যা, ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষে শোক জানিয়েছেন সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন- জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) সিনিয়র সহ-সভাপতি সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।