চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার আর নেই। মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন।
বুধবার (২ আগস্ট) যোহর নামাজের পর নগরীর ওয়াসার মোড়স্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের প্রাঙ্গণে তাঁর ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর আড়াইটায় তাঁর মরদেহ নেয়া হবে জামালখানস্থ প্রেস ক্লাবের সামন। সেখানে ২য় জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় নেয়া হবে।
রাঙ্গুনিয়ার পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩য় জানাজা শেষে আসরের নামাজের পর দাফন সম্পন্ন হবে।
নির্ভীক সাংবাদিক আজাদ তালুকদার ১৯৭৮ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সাল থেকে চট্টগ্রাম নগরীতে সাংবাদিকতা করছিলেন আজাদ তালুকদার।
একুশে টিভির মাধ্যমে টিভি সাংবাদিকতায় হাতেখড়ি আজাদ তালুদার কাজ করেছেন একাত্তর টিভি এবং বৈশাখী টিভিতেও।
আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করা আজাদ তালুকদার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা যখন দেশে হানা দেয় তখন মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার।
আজাদ তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
মন্তব্য নেওয়া বন্ধ।