টিকটকের সুবাদে পরিচয়। আর সেখান থেকে রাকিব-হৃদয় নামে দুই তরুণের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এক তরুণী। কোন প্রেমিকই জানতেন না অন্যজনের কথা। আর এই বিরোধকে কেন্দ্র করেই সোমবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে খুন হন রাকিবুল ইসলাম রিকাত (১৮) নামে এক যুবক। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য।
বুধবার(২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ—পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দগাঁও থানার ফুরিক্যার দোকান এলাকার মো. শফির ছেলে মো. গোলাম কাদের প্রকাশ হৃদয় (১৯) ও একই এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. সাকিব (২১)। গত মঙ্গলবার (১ নভেম্বর) আনোয়ারা থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছোরাও উদ্ধার করা হয়।
সিএমপির উপ—পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রেমের বিরোধ নিয়ে গত ৩১ অক্টোবর বিকালে বলিরহাটের কর্ণফুলী নদীর পাড়ে ঘুরতে যাচ্ছিল রিকাত। এ সময় স্লুইস গেটের পশ্চিম পাশে সাকিব, হৃদয় ও তাদের সহযোগী আরমান, আরজু সানিফরা মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকাতকে পিঠে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।
পরে এ ঘটনায় নিহতের পিতা মো. শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা মোহছেন আউলিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে চন্দনাইশ থানার রুবেল নামে এক ব্যক্তির ভাড়াঘর থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছোরা।