ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘ শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপের এক লক্ষ সদস্য পূরণ’ উপলক্ষ্যে কেক কাটা ও আড্ডার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়য় সহ-সভাপতি ও চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
গ্রুপের উপদেষ্টা, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ ফোরকান রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যজন আবদুর রাজ্জাক, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সংস্কৃতিজন আবদুল হালিম দোভাষ, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের, সাংবাদিক ও আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের, আলী প্রয়াস, সাংবাদিক ফারুক মুনিরসহ প্রমূখ।
শিল্পকলার ইতিহাসে এমন আয়োজন ছিল প্রথম। এতে উপস্থিত ছিলেন এই গ্রুপের এডমিন সাংবাদিক দেবব্রত রায়, মডারেটর সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক নুসরাত জাহান মিশু৷ উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সদস্য সাজ্জাদ হোসেন, সাংবাদিক আসিফ পিনন, সাংবাদিক মোহাম্মদ সুমন, সংগঠক আলাউদ্দিনসহ আরো অনেকেই।
এডমিন ও আইনজীবী ফোরকান রাসেল বলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম ও তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রুপটির যাত্রা হয় ২০১৫ সালের ১৭ আগস্ট। এরপর থেকেই একাডেমির বিভিন্ন কার্যক্রম গ্রুপে পোস্ট করা হয়।বর্তমানে গ্রুপে ১ লাখ ৫ হাজার সদস্য পূরণ হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ বলেন, শিল্পকলা একাডেমির সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত। আমিও জানতাম না ফেসবুক গ্রুপে এতো সদস্য আছে। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। ৮ জুন একটি নির্বাচন আছে, আমি প্রত্যাশা করবো আমাদের মাঝে কোন ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে তাহলে সেগুলো ভুলে গিয়ে সবাই একসাথে কাজ করবো।
নাট্যজন ও গ্রুপ থিয়েটার ফেডারেশন নেতা সাইফুল আলম বাবু বলেন, আমি ধন্যবাদ জানাই তরুণদের, যারা এতো বড় একটা প্লাটফর্ম দাঁড় করিয়েছেন। গ্রুপের এডমিন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই গ্রুপে শিল্পকলা একাডেমির সব তথ্য যেন দেওয়া হয়। ভালো বিষয়গুলো যেন তুলে ধরা হয়। এই অনুষ্ঠানটি হঠাৎ আয়োজন করায় সবাই হয়তো আসতে পারেন নি। কিন্তু গ্রুপের মাধ্যমে সবাই জানতে পারছে আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। একইভাবে একাডেমির ভর্তি কার্যক্রম, ক্লাস সূচি যদি গ্রুপে দেওয়া হয় তাহলে অভিভাবকরা উপকৃত হবেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক নেতা ও শিল্পকলার সদ্য বিলুপ্ত নির্বাহী কমিটির সদস্য সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি দেশের একটি অন্যতম প্রধান একাডেমি। এই একাডেমির একজন শিক্ষার্থীর হাতে শুরু হওয়া ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ অন্য এডিমন ও সদস্যদের হাত ধরে আজ লক্ষাধিক সদস্যের পরিবার। এই গ্রুপকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।