এগারোসিন্ধুর দুর্ঘটনায় ১৭ মরদেহ উদ্ধার, বাড়তে পারে লাশের মিছিল

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনে ধাক্কা দিয়েছে মালবাহী ট্রেন। এতে অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান। আহত হয়েছেন আরও ৪০ থেকে ৫০ জন।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আহত অনেকে ট্রেনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মো. রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ করছেন। লাশের মিছিল লম্বা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য নেওয়া বন্ধ।