চট্টগ্রাম নগরীতে এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান চালিয়েছে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।এসময় ৫ ভবন মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নগরীর দামপাড়া ও বেটারি গলি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, বাড়ির ছাদ বাগানের ফুলের টব ও নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশবিস্তারের উপযোগী জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। সেইসাথে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা।
মন্তব্য নেওয়া বন্ধ।