চট্টগ্রামের আনোয়ারায় ৪টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে আনোয়ারা প্রেস ক্লাব। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, সহ সভাপতি খালেদ মনছুর, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসাইন, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন মঞ্জুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিজবুল্লাহ্ মোহাম্মদ সোহেল, সাংস্কৃতিক রেজাউল করিম সাজ্জাদ ও শিক্ষক মাওলানা আবদুস সাত্তার।
মন্তব্য নেওয়া বন্ধ।