বন্দর নগরী চট্টগ্রামে আধুনিক পরিবেশ বান্ধব ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা এপিএল হোল্ডিংস অল্প সময়ে অনেকের আস্থার প্রতীক হয়ে উঠছে। আধুনিক স্থাপনা নির্মাণের কারণে এপিএল এ আস্থা রাখছেন ভূমি মালিকরা।
সোমবার (২১ মার্চ) বিকেলে নগরীর জুবলি রোডে এপিএল হোল্ডিংস লিমিটেডের নতুন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। এতে উপস্থিত ছিলেন এপিএল হোল্ডিংস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভূমি মালিকগণ।
নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার গোয়ালপাড়ায় এপিএল হোল্ডিংসের নতুন প্রকল্পের নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠানে ভূমি মালিকরা বলেন- আমরা এপিএল ম্যানেজমেন্টের উপর ভরসা করেছি। আমরা আশা রাখি এবং দোয়া করি যেন নির্দিষ্ট সময়ে এপিএল আমাদের প্রজেক্টের নির্মাণ কাজ সম্পন্ন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আহসান উদ্দিন হায়দারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এপিএল হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট মহা-ব্যবস্থাপক নাজীউল ইসলাম শামীম, নির্মাণ শাখার প্রধান তুষার কান্তি সেন, মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের উপদেষ্টা নাছির আলম খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এপিএল হোল্ডিংস এর রিয়েল এস্টেট মহা-ব্যবস্থাপক নাজীউল ইসলাম শামীম বলেন, আমরা ভূমি মালিকদের আবেগকে সম্মান করি। তাই নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করে প্রজেক্ট হস্তান্তর আমাদের প্রধান লক্ষ্য। এছাড়াও এপিএল হোল্ডিংস লিমিটেড মানুষের চাহিদা মতো আধুনিক রুচিসম্মত ফ্ল্যাট তৈরি করে। আমাদের ফ্ল্যাটগুলো পরিবেশ বান্ধব ও লাক্সারী। আধুনিক যুগের সাথে তাল মিলিয়েই আমরা রুচিসম্মত ফ্ল্যাট নির্মাণ করছি। আমরা সামনে এগিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি অতীতের মতো সব সময় আমাদের পাশে থাকবেন। তিনি আরও জানান- অতিশীঘ্রই আমাদের আরও ৩টি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা রাখি।
আসরের নামাজের আগে অনুষ্ঠানস্থলে খতমে কুরআন সম্পন্ন করা হয়। বাদ আসর দোয়া ও মোনাজাতের পর আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা শেষে এপিএল হোল্ডিংস লিমিটেডের নতুন প্রকল্পের জমিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এবং ভূমি মালিকরা কোঁদালের কোপ দিয়ে এ প্রকল্পের কাজের উদ্ধোধন করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।