এবার জরিমানা গুনলো এপেক্স সু, সেলিম পাঞ্জাবি, রাজস্থান, ভাসাবি

মূল্য জালিয়াতি, ক্রয় ভাউচার দেখাতে ব্যর্থ

পণ্য মূল্যের ট্যাগের ওপর নতুন ট্যাগ লাগিয়ে ভোক্তা অধিকারের অভিযানে এবার জরিমানা গুনলো মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবি, রাজস্থান পাঞ্জাবির আউটলেট, আফমি প্লাজার এপেক্স সু এবং ভাসাবি শপিং মলকে মোট দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) অভিযানে তাদের জরিমানা করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি বলেন, মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবি ও রাজস্থান পাঞ্জাবি আউটলেটকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আফমি প্লাজার এপেক্স সুকে ৫০ হাজার, ভাসাবি শপিং মলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনিছুর রহমান আরও বলেন, পণ্যের প্রাইস ট্যাগের ওপর নতুন ট্যাগ দিয়ে ভোক্তাদের নিকট থেকে বাড়তি মূল্য নেওয়া, ক্রয়কৃত পণ্যের ক্রয় ভাউচার দেখাতে না পারার অপরাধে এ জরিমানা করা হয়। এসময় সিএমপির একটি টিম ভোক্তা অধিকারের অভিযানিক দলকে সহায়তা করেছে।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।

মন্তব্য নেওয়া বন্ধ।