এবার রুটি বানানোর পিঁড়ির ভিতর মিলল ১০ হাজার ইয়াবা

১০ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছে মনোয়ারা বেগম (২৪ ও শাহাব উদ্দিন (২৩) নামের টেকনাফের দুই ব্যক্তি। মনোয়ারা টেকনাফের পানখালীর ইব্রাহীমের স্ত্রী, শাহাব উদ্দিন একই এলাকার নূর ইসলামের ছেলে। তারা পিঁড়ির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার করছিল বলে জানায় র‌্যাব।

সোমবার (১৮ জুন) সকালে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র‍্যাব-৭র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার।
তিনি বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবাসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭র একটি আভিযানিক দল ১৮ জুন সন্ধ্যা ৭ টায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, পালানোর চেষ্টাকালে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিড়ির ভিতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে বিশেষভাবে রক্ষিত সর্বমোট ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লাসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।