দেশের অন্যতম মিঠা পানির কার্প জাতীয় মা-মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল ছোট্ট একটি ইলিশ মাছ। এটির দৈর্ঘ্য প্রায় ১১.৫ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি। মাছটির ওজন ২৬৫ গ্রামের মতো।
শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে হালদা নদীর মোহনার নিকটবর্তী চাঁন্দগাঁও অংশে অবৈধভাবে পাতানো একটি জালে আটকা পড়ে এই ছোট্ট ইলিশ মাছটি। পরে, মাছটি জীবিত উদ্ধার করে ফের নদীতে অবমুক্ত করেন বলে জানান হাটহাজারীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা।
তিনি আরও জানান, শনিবার বিকেলে হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা নয়াহাট থেকে মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাতানো অবস্থায় দুইটি কারেন্ট জাল ও একটি চর ঘেরা জাল এবং মাছ ধরার ৫টি বড়শিও জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫শ মিটার।
তাছাড়া, অভিযান পরিচালনাকালে নদীর মোহনার নিকটবর্তী চাঁদগাঁও অংশে অবৈধভাবে পাতানো একটি কারেন্ট জালে একটি ছোট্ট ইলিশ মাছ আটকা পড়েছিল। পরে মাছটি জীবিত উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে ওই উপজেলা মৎস্য অফিসার নিশ্চিত করেন।