এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই উপলক্ষে হাসপাতাল একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে চিকিৎসা ও প্রশাসনিক দলের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার, সামির সিং, মেডিকেল সার্ভিসেস এন্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স প্রধান ডা. তানিয়া লোধ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেনারেল ল্যাপারোস্কোপিক ও লেজার কলোরেক্টাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সুরমান আলী, নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সন্দীপ ধাবন এবং হিস্টোপ্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. মুহাম্মদ নাজমুল বাকী।

এ সময় মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভীর আহমেদ, হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কনসালটেন্ট ডা. মেজবা উদ্দিন চৌধুরী, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি স্পেশালিস্ট ডা. মুকুট রায়, নিউরোসার্জারি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. মো. নাসির উদ্দিন, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. হাসনিনা আক্তার বিভাগীয় সারসংক্ষেপ উপস্থাপন করেন।।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সমীর সিং বলেন বিশ্ব ক্যান্সার দিবসে, আমরা চট্টগ্রাম এবং এর আশেপাশের মানুষের জন্য উন্নত এবং সহজলভ্য ক্যান্সার সেবা প্রদানের জন্য এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি, বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সারের বিরুদ্ধে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক হিসেবে কাজ করে। আমরা সমন্বিত ক্যান্সার সেবা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের রোগীদের জন্য সম্ভাব্য সর্বোত্তম সব ধরণের চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

প্রসঙ্গত, এভারকেয়ার চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে আছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ, যা গোটা অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত এই হসপিটালের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য নেওয়া বন্ধ।