সম্প্রতি এভারেস্ট জয় করা ডা. বাবর আলী, স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খানসহ ৮ বিশিষ্টজনকে নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স চিটাগাং ইউনিভার্সিটি’।
‘একটি নতুন আগামী’ প্রতিপাদ্যে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে আগামী মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রামবিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে অনুষ্ঠেয় অনুষ্ঠিত হবে এটি।
এতে বিজ্ঞান, গবেষনা, পরিবেশ, অটিজম, বাকস্বাধীনতা, সঙ্গীত, সাহিত্য, পর্বত আরোহণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।
এতে নিজেদের জীবনের গল্প শোনাবেন স্বাধীনতা পদকজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, প্রখ্যাত বিতার্কিক ও উপস্থাপক ডা. আব্দুন নুর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া, এভারেস্টজয়ী ডা. বাবর আলী এবং মিস বাংলাদেশ-২০০৭ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং আবুল খায়ের গ্রুপের জেনারেল ম্যানেজার এএনএম ওয়াজেদ আলী।
আয়োজনের মুল পৃষ্ঠপোষকতায় থাকছে আমা কফি। সহযোগিতায় থাকছে এমবিএ এসোসিয়েশন চিটাগাং ইউনিভার্সিটি, কনফিডেন্স সল্ট, স্টেলার ও হাবিব তাজকিরাজ। বেভারেজ পার্টনার হিসেবে থাকছে পুস্টি, ফুড পার্টনার হিসেবে থাকবে হোয়াইট রেবিট, লোণস্টার স্টেক হাউজ, চিলক্স একাডেমিক পার্টনার হিসেবে থাকবে দি ইংলিশ একাডেমী এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, হেলথকেয়ার পার্টনার হিসেবে থাকবে এসপেরিয়া হেলথকেয়ার, ট্রাভেল পার্টনার হিসেবে আছে ইউএস বাংলা এয়ারওয়েজ।
মন্তব্য নেওয়া বন্ধ।