এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ান আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ। রোববার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।

ফাইনালে প্রথম সেটে কাজাখস্তানের কাছে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে যায় বাংলাদেশ। ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে জিতে বাংলাদেশ। একপর্যায়ে বাংলাদেশ তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়।

এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ। অন্যদিকে রিকার্ভের মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ের মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে যায় দিয়া সিদ্দিকী। তবে রিকার্ভ পুরুষ এককে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।