এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র সমাবর্তন, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন’র দশম সমাবর্তন আজ শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের চিফ প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজ চেয়ার শিক্ষামন্ত্রী ডা. দিপুমনী উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পল নায়রুপ রাসমুসেন।

এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন’র ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার কামাল আহমেদ, কো-ফাউন্ডার জ্যাক মায়েরসহ দেশ বিদেশের স্কলারগণ বক্তব্য রাখবেন।

সমাবর্তনে ডিগ্রি প্রদানের পাশাপাশি এ উপলক্ষ্যে একাডেমি সেমিনারসহ দুই দিনব্যাপী নানান আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র সমাবর্তন, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী 1
বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা কামাল আহমেদের সাথে শিক্ষার্থীরা

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অ্যাক্ট, ২০০৬ (২০০৬ সালের আইন নং ৪০)’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে পৃথিবীর ১৬টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।