মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা।
এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ সেলিম উদ্দিনের উদ্যোগে ৮০ জন পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষাজীবনের সাফল্যে কর্ম জীবন সুন্দর হয় তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।