এসএসসি পরীক্ষার প্রথম দিনে কর্ণফুলীতে অনুপস্থিত ২৫ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার প্রথমদিনে চট্গ্রামের কর্ণফুলীর ২টি স্কুল ও ১টি মাদরসার ৩ কেন্দ্রে ২ হাজার ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ।

তিনিবলেন, প্রথম দিনের পরীক্ষায় কোনো কেন্দ্রে পরীক্ষার্থী বা পরিদর্শক কেউ বহিষ্কার হননি। অনুপস্থিতির মধ্যে আবদুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৯ জন, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৯ জন এবং ফয়জুল বারী ফাজিল মাদ্রাসায় ৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।