এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলমের মা আর নেই

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার বাদে আসর চট্টগ্রামের পটিয়া হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।

আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে চেমন আরা বেগমের জন্ম। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক আখতারুজ্জামান বাবুর বড় বোন তিনি। চেমন আরা বেগমের মৃত্যুতে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি সন্তানদের আজীবন অনুপ্রাণিত করে গেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।