এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবিতে ভর্তিযুদ্ধ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সকাল পৌনে নয়টা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে প্রথম শিফটের পরীক্ষা।

দুপুর সোয়া দুইটায় শুরু হবে ২য় শিফটের পরীক্ষা। যা শেষ হবে বিকেল ৪ টায়।
এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবিতে ভর্তিযুদ্ধ শুরু 1

এদিকে সকাল বেলা ১১ টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের জালিয়াতি রোধে আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো প্রকার জালিয়াতির সুযোগ নেই।

এসময় কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।