চট্টগ্রামের অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চিটাগাং ওটিএ ক্লাব আয়োজিত ওটিএ সুপার লিগ ২০২৫’র ট্রফি উন্মোচন ও ক্লাব পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এভিয়েশন ও ট্রাভেল ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম স্টেশন ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এমিরেটস এয়ারলাইন্স চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার এ এইচ সিদ্দিকি এবং এয়ার এরাবিয়ার কান্ট্রি হেড ইকরামুল কবির রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্লাইহাব বাংলাদেশের জিএম একরামুল ইসলাম, বিডিফেয়ার লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মনোজিত সেন গুপ্ত, ট্রিভলাভার লিমিটেড চট্টগ্রাম ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার সুমিত বড়ুয়া, টেকট্রিপ লিমিটেডের চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার ওয়ালি উল্লাহ, সেবার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মনজুর মোরশেদ চৌধুরীসহ আরও অনেকে।
চিটাগাং ওটিএ ক্লাব চট্টগ্রামের বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির পেশাদারদের নিয়ে গঠিত একটি সংগঠন। ক্লাবের সভাপতি ও শেয়ারট্রিপ বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, তাদের লক্ষ্য একত্রিত হয়ে কাজ করা, অভিজ্ঞতা বিনিময় করা এবং একে অপরকে সহায়তা করা। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে, নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং ট্রাভেল খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান। চট্টগ্রামের ট্রাভেল ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি নগরীর হালিশহর দ্যা গ্রীন ফিল্ড টার্ফে ওটিএ সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে নূর এ ফাতেমা হজ্জ কাফেলা টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এভিয়েশন ও ট্রাভেল খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট পেশাদারদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।