চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা পদে যোগদান করবেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। গত বুধবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার রুমন দে’কে চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলি করে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করো হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা রুমন দে গত ১২ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা ইউএনও হিসেবে যোগদান করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।