ওরা এক কিশোরীর শিক্ষার পথরোধ করতে চায়, হত্যা করতে চায় বাপ-মাকে

চট্টগ্রামের মিরসরাইয়ে জামিনে এসে এক কিশোরীকে হুমকি দিচ্ছিল বখাটেরা। এতে ভয়ে ৪ মাস বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিয়েছে ওই কিশোরী (১৩)। গত বৃহস্পতিবার মিরসরাই থানা পুলিশ কিশোরীর বাড়িতে গেয়ে বিদ্যালয়ে যাওয়ার আশ্বাস দিলে কিশোরী বিদ্যালয়ে যাওয়ার পথে ফের বখাটেরা আবার হুমকি প্রধান করে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনার সাথে জড়িত ৪ বখাটেকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলো উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া এলাকার এতিমউল্লাহ হাজী বাড়ির মোশাররফ হোসেন ছেলে এমরান হোসেন বাদশা (২০), একই এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো. দুধু মিয়ার ছেলে মো. শামছুদ্দিন (২০)। এই ঘটনায় সম্পৃক্ত এতিমউল্লাহ হাজী বাড়ির মো. ওমর ফারুকের ছেলে মো. সবুজ (২৩) পালাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ মে বখাটে এমরান হোসেন বাদশা ও মো.সবুজ ভূক্তভোগী কিশোরীকে যৌনপীড়ন করে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মিরসরাই থানায় (মামলা নং-০৮/৭৮) দায়ের করেন। মামলায় জামিন পেয়ে বখাটেরা ফের কিশোরীকে হুমকি প্রধান করে।
কিশোরীর বাবা বলেন, ‘বখাটের ভয়ে ৪ মাস মেয়েকে বিদ্যালয়ে যেতে দেইনি। পুলিশ এসে মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর জন্য বললে তারপরে পাঠাই। তাও সঙ্গে তার মা থাকে।
বিদ্যালয়ে যাওয়ার পথে আবারও আমার মেয়েকে হুমকিদে তারা। আমার স্ত্রীকে হত্যা করবে বলে হুমকিদে। পরে পুলিশকে জানালে তারা আসামীদেও গ্রেপ্তার করে। আমার কাছে টাকা নেই। অন্য জনের জমি চাষ করে খাই। আসামীরা আবার জামিনে এসে আমাকে মেরে ফেলবে। আমার ভয় লাগছে।’

ভুক্তভোগী কিশোরীর মা বলেন,‘আামরা অনেক গরীব, কোনো রকম দিন যাপন করি। আমাদের একমাত্র সন্তানকে পড়াশোনা করিয়ে বড় করার স্বপ্ন ছিল। বখাটেদের ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করি দেই। প্রশাসনের সহযোগিতায় আজকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বখাটেরা আবার হুমকি দেয়। আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। পুলিশকে জানালে বখাটেদের থানায় নিয়ে যায়।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, কিশোরী মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে তার মাকে ৫ জন বখাটে পথরোধ করে। তার মেয়েকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় কেনো অভিযোগ করা হয়েছে এই ধরনের জেরা করতে থাকে। ঘটনাটি জানার সাথে সাথে থানার পুলিশের টিমসহ স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগের নেতার সহযোগীতায় ৪ বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।