ওলামা কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরের হালিশহরস্থ হল সেভেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের এসেক্স জামে মসজিদ এন্ড একাডেমীর খতিব ও প্রিন্সিপাল ড. মাহমুদুল হাসান আল-আযহারী। তিনি ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে রমজানের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা কল্যাণ পরিষদ হালিশহরের সভাপতি মুনীরুদ্দীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমান (রাঃ) জামে মসজিদের খতিব ও ওমর গণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, খুলশীর লেকভিউ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমীন মাহদী ও ড. মাওলানা দেলোয়ার হোসেন আনসারী।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।