কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ শাহীন ইমরান। তিনি কক্সবাজারের ২৪তম ডিসি।
রোববার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এদিন নতুন জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসকদ্বয় হিসাবরক্ষণ অফিসে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার গ্রহণ করেন। পরে বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের কাছে জেলা কোষাগারের দায়িত্ব হস্তান্তর করেন।
কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ শাহীন ইমরান।
এর আগে গত বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের নতুন ডিসি পদায়ন করা হয়।
নতুন ডিসি মুহাম্মদ শাহীন ইমরান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা।
কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ গত ২ নভেম্বর যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন ডিসি শাহীন।
মন্তব্য নেওয়া বন্ধ।