কক্সবাজারে চলছে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার বাঁকখালী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নদীর কস্তুরাঘাট মোহনা অংশে এ অভিযান শুরু হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে সার্বিক সহযোগিতা করছেন, জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে নদীর সব স্থাপনা উচ্ছেদ করা হবে। এ জমি বিআইডব্লিউটিএকে বুঝিয়ে দেওয়ার জন্য হাইকোর্টের রায় রয়েছে। কোনভাবেই নদী দখলের প্রশ্নে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য নেওয়া বন্ধ।