কক্সবাজারে অনুষ্ঠিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী দুই সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত দুই সাংবাদিক হলেন সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক এবং এখন টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি।
অনুষ্ঠানে আরও দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ এবং মার্শাল আর্টের জনক চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে তাঁদের অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্রের মহাসচিব সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদকেও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক পরিসরে দেশকে তুলে ধরার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।