কক্সবাজারে মাটির নিচ থেকে আগুন বের হয়েছে। সে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়।
সোমবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, রোববার বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। এ সময় ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। হঠাৎ এভাবে আগুন বের হওয়া নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এই জায়গাটিতে একসময় ময়লার ভাগাড় ছিল। সেখানকার গ্যাস থেকে এ আগুন বের হতে পারে।
কক্সবাজার ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।