কক্সবাজারের মহেশখালী উপজেলায় রডের আঘাতে এক ব্যক্তিকে হত্যা ঘটনায় ৬ মাসের মাথায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭)।
১৪ জুন (মঙ্গলবার) বিকেলে লোহাগাড়া থানা এলাকায় আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামিকে মো. জামালকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল।
র্যাব-৭ চান্দগাঁও কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম খবরকে বলেন, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলায় রডের আঘাতে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকায় আক্তার আহমেদ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আক্তারের পরিবার জানায়, আক্তারের ছেলের সঙ্গে নাসির উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর নাসিরের পরিবার ক্ষুব্ধ হয়। ওইদিন সন্ধ্যায় নাসিরের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিনসহ তাঁর সহযোগীরা আক্তার আহমেদের বাড়িতে হামলা চালান।
একপর্যায়ে তাঁরা বাড়ির ভেতর ঢুকে আক্তার আহমেদের স্ত্রীকে মারধর করেন। এ সময় আক্তার আহমেদ তাঁর স্ত্রীকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের রডের আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের লোকজন আক্তার আহমেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে মো. জামাল পলাতক ছিল।
মন্তব্য নেওয়া বন্ধ।