কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ফটোগ্রাফার নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সাগর (১৭) নামের এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইয়াছিন আরাফাত (১৮) ও মোহাম্মদ সাগর (১৭) নামের দুই ফটোগ্রাফার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে গোসল করতে করতে সীগাল পয়েন্টে আসলে হঠাৎ ঢেউ এসে ডুবিয়ে নেয় দুই জনকে। এ সময় ওয়াটার বাইক (জেট স্কি) চালক মোহাম্মদ ইউনুস ইয়াছিন আরাফাতকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারলেও সাগরকে তুলে আনা সম্ভব হয়নি।

জীবিত উদ্ধার হওয়া ফটোগ্রাফার ইয়াছিন আরাফাত বলেন, আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে আস্তে আস্তে সীগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দু’জন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইক চালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধু এখনো নিখোঁজ।

নিখোঁজ সাগরকে খুঁজতে সি সেইফ লাইফগার্ডের কয়েকটি টিম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে জানান সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টো। তিনি বলেন, আমরা নিখোঁজের সংবাদ শুনে তখনই ওই জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু সন্ধান পায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।