কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা’২৩ ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা সংসদের চেয়ারম্যান ড. মো. নূরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিন।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এরশাদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট মো. রফিক মিয়া, চবির সহযোগী অধ্যাপক ও প্রভোস্ট শারমিন আফরোজ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠান প্রধান মুহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা মোহাম্মদ উল্লাহ। শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী মো. সিফাতুল্লাহ।

এর আগে শিক্ষার্থীদের ১১তম চিত্রাঙ্গণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সদস্য সচিব বৃত্তির ব্যাপারে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি গবেষণা সংসদ স্মৃতি বৃত্তি ২০২৩ সালের বিভিন্ন স্কুল মাদ্রাসার সাড়ে তিনশ কৃতি শিক্ষার্থীর মাঝে দশমবারের মত পুরস্কার বিতরণ করেছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের বৃত্তির ফরম পাঠানো হয়েছে। ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। হাটহাজারী ও ফতেয়াবাদ স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।