কবি স্বপন দত্ত’র সংগ্রহের দুর্লভ বই চট্টগ্রাম প্রেস ক্লাব লাইব্রেরিতে প্রদান

আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিকভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য কবি স্বপন দত্তের ৪০ বছরের সংগৃহীত বই সাময়িকী ক্লাবের গ্রন্থাগারে প্রদান অনুষ্ঠানে আলোচকরা এ কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য রাখেন কবি স্বপন দত্ত ও তার সহধর্মিণী মায়া দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব এবং কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক।

সভাপতির বক্তব্যে সালাহ্ উদ্দিন মো. রেজা বলেন—দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন। আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর—সব কিছুতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে। কবি স্বপন দত্তের ৪০ বছরের সংগৃহীত বইগুলি হচ্ছে সন্তানের মতো। এসব বই তিনি প্রদান করে প্রেস ক্লাবের প্রতি অগাধ ভালবাসার পরিচয় দিয়েছেন।

কবি স্বপন দত্ত বলেন—আমার বাবা বৃটিশ বিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণে ছাত্র জীবনে কারাবরণ করেন। তখন রাজবন্দীদের ভাতা প্রদান করা হতো। তিনি সে ভাতা দিয়ে বই সংগ্রহ করতেন। বইয়ের প্রতি ভালবাসা এবং বই সংগ্রহের অভ্যাস বাবার কাছ থেকেই শেখা। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আমি এবং আমার সহধর্মিণী মিলে অনেক দূর্লভ বই সংগ্রহ করেছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং তাদের সন্তানদের কল্যাণে এসব বই উপহার হিসেবে প্রদান করতে পেরে আনন্দিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মাহবুব উর রহমান, নির্মল চন্দ্র দাশ, দেব প্রসাদ দাস দেবু, মাখন লাল সরকার, স্বপন কুমার মল্লিক, রূপম চক্রবর্তী, জামালুদ্দীন ইউসুফ, নুরউদ্দিন আহমদ, আজিজুল কদির, জসিম উদ্দিন সিদ্দিকী, মিয়া আলতাফ, সুবল বড়ুয়া প্রমূখ।

মন্তব্য নেওয়া বন্ধ।