কমেন্ট পছন্দ না হলেই চবির পেইজ থেকে ব্লক করে দিচ্ছেন কর্তৃপক্ষ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ফেইবুক পেইজের কোনো পোস্টে করা কোনো শিক্ষার্থীর কমেন্ট পছন্দ না হলেই সেই শিক্ষার্থীকে পেইজ থেকে ব্লক করে দিচ্ছেন পেইজটির এডমিন প্যানেল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। 

এর আগে গতকাল শনিবার (২২ মার্চ) অশালীন, আক্রমনাত্মক ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণ দেখিয়ে বিজ্ঞপ্তি ও ফলাফলসমূহ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ না করার কথা জানানো হয়। 

পেইজে করা একটি পোস্টে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ সভ্য আলোচনা, সমালোচনা ও মতামতের পরিবর্তে বিপুল সংখ্যায় অশালীন, আক্রমনাত্মক ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ও ফলাফলসমূহ প্রকাশ করা হবে না। 
বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ ঘোষনাসমূহ সংশ্লিষ্ট দপ্তরের নোটিস বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এই পোস্ট করার পর থেকেই মূলত মন্তব্যের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে পেইজ থেকে ব্যান করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা। আবার অনেকে এটাকে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন। আবার কর্তৃপক্ষের এমন আচরণে ব্যঙ্গবিদ্রূপেও মেতে উঠছেন অনেকে। 

শুভ দে নামে এক শিক্ষার্থী ফেইসবুকে লিখেছেন, জোবরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেইজ থেকে ব্লক করে দিসে। জাস্ট কমেন্ট করসিলাম ‘অভিমানি সিউ’।

একটা বিশ্ববিদ্যালয়ের পেইজ এত উদারতা কেমনে দেখাইতে পারে?
এত মহান শিক্ষক পাইয়া উই আর ভেরি প্রাউড।

পলাশ মোল্লা নামে একজন লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেইজ আমারে ব্যান করলো কেন? আমি তো কোনো গালি দেয় নাই কখনও। বাজে কমেন্টও করি নাই। জাস্ট কমেন্ট করসিলাম, আমাদের আবেদনের টাকা ফেরত দিয়ে যাইয়েন। 

এখন আমি যদি ক্ষমা চাই পেইজের অ্যাডমিন কী আমাকে মাফ করবে?
আর ক্ষমা চাওয়ার প্রসেসটা কী?
কেউ একটু হেল্প করেন প্লিজ।

এত মহান শিক্ষক পাইয়া উই আর ভেরি প্রাউড। আল্লাহ তায়ালা উনাদের সুবুদ্ধি দান করুক। স্বৈরাচার কাকে বলতে হয়?
যারা একটু সমালোচনা নিতে পারে না তাদের কী বলা যায়?

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এই পেইজ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক অধ্যাপক সাইদুর রহমান বলেন, এটি একটি বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেইসবুক পেইজ। এই পেইজের পরিবেশের সাথে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জড়িত। তাই এর পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব। এই পেইজের কমেন্ট বক্সে এসে কেউ যখন গালিগালাজ করে, বিশ্রী শব্দ ব্যবহার করে ট্রল করে তখন তা খুবই বাজে দেখায়।

তিনি আরও বলেন, আমার বাড়ির আঙিনা যদি কেউ এসে নোংরা করে দিয়ে যায় তাহলে তা পরিষ্কার করার পাশাপাশি ভবিষ্যতেও যাতে কেউ এ ধরণের কাজ না করে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি তেমনই একটি ব্যবস্থা। কেউ যদি গঠনমূলকভাবে আমাদের প্রশ্ন করে তাহলে আমরা তার উত্তর দিচ্ছি৷ কিন্তু আপনি গালিগালাজ আর বিশ্রীভাবে ট্রল করে পরিবেশ নষ্ট করতে পারেন না।

কমেন্টবক্স অফ করে পোস্ট করা প্রসঙ্গে আইসিটি সেলের পরিচালক বলেন, কমেন্টবক্স যখন অফ করা ছিলো তখন বলেছিলো আমরা বাকস্বাধীনতা হরণ করছি। খোলে দেয়ার পর গালিগালাজ আর বিশ্রীভাবে ট্রল করতেছে। এমনটা কখনোই কাম্য নয়। তবে এটি চিরস্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। এটি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা জাস্ট একটি মেসেজ দেয়ার চেষ্টা করতেছি। 

এর আগেও শিক্ষার্থীদের করা কমেন্টের আগ্রাসী রিপ্লাই দিয়ে সমালোচনার জন্ম দেয় বিশ্ববিদ্যালয়ের এই পেইজটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জুমা পড়ানোর ঘোষণা দিয়েও পেইজটি সমালোচিত হয়েছিলো।

মন্তব্য নেওয়া বন্ধ।