কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ৩ ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের আনিস তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডে তিনটি মাটির ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষতিগ্রস্তরা হলেন, আনিস তালুকদারে বাড়ী ৪নং ওয়ার্ডের আব্দুল হামিদ, মোহাম্মদ বশর ও আবদুল হাফেজ।

ক্ষতিগ্রস্ত আবদুল হাফেজের ছেলে রাকিবুল হাফেজ জানান, দুপুরে আমার চাচাতো ভাই প্রবাসী মোহাম্মদ আলমের তালাবদ্ধ ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকাসহ স্বর্ণাংকার ও আসবাবপত্র। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতিক্ষতি হয়েছে। স্থানীয়দের সহযোগিতার আগুণ নিয়ন্ত্রণে আসে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেলাল হোসেন জানান, কর্ণফুলীর জুলধায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ারা স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাক্ষণিক জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।