কর্ণফুলীতে অস্ত্রসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীর বন্দর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মহলখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বুধবার (২৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মেহেদী হাসান

গ্রেপ্তাররা হলেন —কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন ওরফে টুয়েন্টি জসিম (৩৮) ও বাঁশখালী থানার সাধনপুর এলাকার দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২৮)। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

র‌্যাব জানায়, মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মহলখান এলাকার পাকা রাস্তায় কয়েকজন অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জসিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৫টি এবং সেলিমের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক সংক্রান্ত ২টি মামলা রয়েছে। উদ্ধার অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তারদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।